Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
  • সিটিজেন চার্টারঃ

                 উপজেলা সমবায় কার্যালয়,মৌলভীবাজার সদর ,মৌলভীবাজার ,সমবায় অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অধীনস্থ একটি সরকারী প্রতিষ্টান । ১৯০৪ সাল থেকে এদেশের জনগনকে সমবায়ের ৭টি আর্দশে উদ্বুদ্ধ করে এ প্রতিষ্টান দেশের সকল শ্রেণীর ও পেশার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র দূরীকরনের জন্য কাজ করে যাচ্ছে । সমবায়ের ভিত্তি হচ্ছে গনতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতা । মূলতঃ কৃষি নির্ভর অথনীতিকে সমর্থন করার জন্য এদেশে সমবায়ের সুচনা হলে ও বতমানে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে সমবায় তার কার্যক্রমকে বিস্তৃত করেছে ।

    প্রত্যাশাঃ গনতন্ত্রমনা,দুনীতিমুক্ত,স্বচ্ছ,জবাবদিহিতামূলক নারী পুরুষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে সমবায় আন্দোলনকে বেগবান করা ।

     লক্ষ্যঃ ধনী-দরিদ্র নির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্টীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি ও পুজিঁ বিনিয়োগের মাধ্যমে স্ব-কর্মসংস্থান ও আত্ম-নির্ভরশীল করে দারিদ্র দূরীকরন । শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশের সামাজিক ও অথনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক অংশ গ্রহণ নিশ্চিত করা ।

    সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩ ) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ মোতাবেক 

    আইনগত  সেবা সমূহঃ

    (ক) নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ

  • উপ-আইন নিবন্ধনের মাধ্যমে ১টি সমবায় সমিতির আইনগত ভিত্তি লাভ করে । সমিতির সাধারন সদস্যদের সিদ্ধান্তের আলোকে উপ-আইন পরিবতন করা যায় ।
  • উপজেলা সমবায় অফিসার কর্তৃক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সমর্থনপুষ্ট প্রাথমিক সমবায় সমিতি সহ সরকারের বিশেষায়িত প্রকল্পভুক্ত  প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করা হয় ।
  • বিআরডিবি সমর্থনপুষ্ট প্রাথমিক সমবায় সমিতি ও সরকারের বিশেষায়িত প্রকল্পভুক্ত প্রাথমিক সমবায় সমিতি ছাড়া অন্যান্য সকল প্রকার প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনকারী কর্তৃপক্ষ হলেন জেলা সমবায় অফিসার মহোদয়।
  • বিভাগীয় যুগ্ম-নিবন্ধন মহোদয় কর্তৃক সকল প্রকার কেন্দ্রীয় সমবায় সমিতির নিবন্ধন প্রদান করা হয় ।
  • সমবায় সমিতি নিবন্ধনের জন্য নিবন্ধন ফি প্রদান করতে হয় । এক্ষেত্রে সমবায় সমিতির প্রকার ভেদে সর্বনিম্ন নিবন্ধন ফি ৫০/-টাকা এবং সর্বোচ্চ নিবন্ধন ফি ৫,০০০/-টাকা । নিবন্ধন ফি সরকারী রাজস্ব । তাছাড়া নিবন্ধন ফি এর উপর ১৫% ভ্যাট নির্ধারিত কোডে ট্রেজারী চালানের মাধ্যমে দাখিল করতে হয়।
  • (খ) ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন ও অবসায়নঃ

  • নিবন্ধক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয় ।
  • সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম নিবন্ধক পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করে থাকেন ।
  • সমিতি অকার্যকর হলে  কিংবা সদস্যগন সমিতির পরিচালনায় অনাগ্রহী হলে নিবন্ধক সমিতিকে অবসায়ন করতে পারেন কিংবা আইনগত পক্রিয়া অনুসরন পূর্বক সমিতির নিবন্ধন বাতিল করতে পারে ।
  • (গ) প্রশিক্ষন সেবাঃ

  • প্রশিক্ষন সেবা প্রদানের জন্য কুমিল্লা শহরের উপকন্ঠে কোট বাড়ীতে রয়েছে দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষন প্রতিষ্টান বাংলাদেশ সমবায় একাডেমি । এছাড়া ও আঞ্চলিক পর্যায়ে নরসিংদী, মুক্তাগাছা, ফরিদপুর, ফেনী, মৌলভীবাজার, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, নওগা এবং রংপুরে ১০ টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে ।
  • জেলা সমবায় কাযালয় এর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সমিতি পর্যায়ে সমবায়ীদের সমিতি পরিচালনা সহ রিসোর্স পারসনের মাধ্যমে তাদের চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন করা হয়  ।
  • (ঘ) অভিযোগ ও নিষ্পত্তিঃ

  • উপজেলা পর্যায়ের অভিযোগ সমূহ উপজেলা সমবায় কর্মকতা বরাবরে দাখিল করতে হবে ।
  • জেলা পর্যায়ে অভিযোগ সমূহ জেলা সমবায় কর্মকতা মহোদয় বরাবরে দাখিল করতে হবে ।
  • বিভাগীয় পর্যায়ে অভিযোগ সমূহ বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মহোদয় বরাবরে দাখিল করতে হবে ।
  • সমিতির মধ্যে সৃষ্ট যে কোন বিরোধ ন্যায় বিচার,সমতা ও সুবিবেচনা ক্রমে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত-২০০২ ও ২০১৩)  এর ৫০ ধারা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয় । রায়ে কেউ সংক্ষুদ্ধ হলে আপীল করার সুযোগ থাকে ।